শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বড়স্টেশন মাছঘাটে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ॥

দৈনিক চাঁদপুর কণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের নদীভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তিনি মাছঘাটের ঝুঁকিপূর্ণ ব্লকবাঁধের স্থান পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক হাজী শবে বরাত, পরিচালক আঃ খালেক বেপারী, মৎস্য ব্যবসায়ী হাজী আলী আকবর বেপারীসহ মৎস্য আড়ৎদারগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বড়স্টেশন মাছঘাটে ব্লক দেবে যাওয়ার সংবাদ আমার দৃষ্টিগোচর হলে সরেজমিনে দেখার জন্যে এসেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলে তারা গতকাল এ বিষয়ে সার্ভে করেছেন।

জেলা প্রশাসক ওই সময় মাছঘাটও পরিদর্শন করে চাঁদপুরে ইলিশের আমদানি, সরবরাহ ও বাজার দর বিষয়ে খোঁজখবর নেন। তখন চাঁদপুরের ইলিশ বিষয়ে এবং মাছঘাটে রেলওয়ের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসককে অবহিত করেন মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়