শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী পৃথক দুটি প্রশিক্ষণ শুরু

অজানা তথ্য বের করে এনে মানুষের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে সাংবাদিকতা : অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস

অজানা তথ্য বের করে এনে মানুষের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে সাংবাদিকতা : অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে সাংবাদিকদের জন্যে ৩ দিনব্যাপী পৃথক দু’টি প্রশিক্ষণ শুরু হয়েছে। সিনিয়র সাংবাদিকদের জন্যে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ এবং অন্যান্য সাংবাদিকদের জন্যে বুনিয়াদি প্রশিক্ষণ। তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এসব প্রশিক্ষণের সহযোগিতায় রয়েছে চাঁদপুর প্রেসক্লাব। প্রশিক্ষণে চাঁদপুর জেলা শহরের ৭০জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলা ও তৃতীয় তলায় এ প্রশিক্ষণ হচ্ছে।

গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। উদ্বোধন করেন সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, সাংবাদিকতার মানে হচ্ছে তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। সাংবাদিকতার কাজে অনেক ঝুঁকি রয়েছে। যে কোনো কাজে অনুসন্ধান করা অনেক বড় একটি বিষয়। চাঁদপুরে সংস্কৃতির একটি বিশেষ দিক রয়েছে। সবার মধ্যেই আন্তরিকতা রয়েছে। সেই সাথে চাঁদপুরের সাংবাদিকরাও অনেক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

উদ্বোধকের বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, করোনাকালে চাঁদপুরের সাংবাদিকরা সব সময়ই মাঠে ছিলেন। প্রশিক্ষণের সবারই প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অনুসন্ধানমূলক সাংবাদিকতায় জীবনের অনেক ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবেলা করেই পেশাগত সফলতা নিশ্চিত করতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন, সহকারী প্রশিক্ষক বারেক হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জিবন, বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে নজরুল ইসলাম আতিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মাওঃ আবদুর রহমান গাজী ও গীতা পাঠ করেন বিমল চৌধুরী।

পিআইবির কর্মকর্তাগণ তাঁদের বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব প্রসঙ্গে বলেন, বাংলাদেশে খুব কম জেলাই রয়েছে চাঁদপুরের মতো ঐক্যবদ্ধ প্রেসক্লাব। এমন প্রেসক্লাব ভবন এবং ঐক্যবদ্ধ সংগঠন দেশে বিরল। এ জন্যে পিআইবি চাঁদপুরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

গতকাল দিনব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণের রিসোর্সপার্সন ছিলেন নিউইয়র্ক টাইমস্-এর স্ট্রিংগার জুলফিকার আলী মানিক। আর বুনিয়াদি প্রশিক্ষণের রিসোর্সপার্সন ছিলেন পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়