প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গতকাল ১২ সেপ্টেম্বর রোববার থেকে আবারো ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা। ক্লাসে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কলরবে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান। এমন আনন্দঘন পরিবেশ দেখে শিক্ষকরা নিজেরাও খুশি ধরে রাখতে পারছেন না । ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের সময় শিক্ষকরা তাপমাত্রা পরিমাপ করছেন। পরে প্রত্যেক শিক্ষার্থীকে লাইন ধরে হ্যান্ড স্যানিটাইজিং করতে দেখা গেছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয়ে প্রবেশকালে প্রত্যেক শিক্ষার্থীকে একইভাবে হ্যান্ড স্যানিটাইজিং করে তাপমাত্রা মেপে কক্ষে প্রবেশ করতে দিয়েছে শিক্ষকরা। ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা ক্লাস করছে। অন্যদিকে বাইরে অপেক্ষমান ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের একে অপরের সাথে দীর্ঘদিন পর একত্রিত হওয়ায় তাদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা গেল। মোদ্দাকথা প্রাণ ফিরলো স্কুলে, খুশি শিক্ষার্থীরা।
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আফনান, ৫ শ্রেণির শিক্ষার্থীর আদৃতা, কথিকা, সৌমিক, ইশানসহ বেশ ক’জন শিক্ষার্থী বলেন, ক্লাসে আসতে পেরে আমার খুব খুশি।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিদার ও রিফাত হোসেন জানান, আবারো আমরা ক্লাসে ফিরতে পারবো, এটা ভেবেই আনন্দিত।
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। আশা করছি সফল হবো।
ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল জানান, সকালে প্রত্যেক শিক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজিং দিয়ে জীবানুমুক্ত করে এবং মুখে মাক্স পরে ক্লাসে প্রবেশ করতে দেয়া হয়েছে। একজন শিক্ষার্থীর তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে বেশি পাওয়ায় তাৎক্ষণিক তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। একই সাথে তার অভিভাবককে তাকে পর্যবেক্ষণে রাখার জন্য পরামর্শ দেয়া হয়।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান বলেন, আমরা প্রত্যেক শিক্ষার্থীকে স্বাস্থ্য বিধি মেনে ক্লাসে ঢুকতে দিয়েছি। কঠোর মনিটরিং অব্যাহত থাকবে। আমরা শতভাগ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যে শিক্ষক অভিভাবকদের পরামর্শ দিয়ে আসছি।
উপজেলা শিক্ষা অফিসার মনিরউজ্জামান বলেন, শিক্ষার্থীরা আবারো ক্লাসে ফিরছে, এটা একটি খুশির সংবাদ। তবে আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, স্বাস্থ্য বিধি মনে চলি, তবে আর সমস্যা হবে না।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, সকাল থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। সকলেই সরকারি নিদের্শনা মেনে চলছেন।