শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় ডাকাতি মামলায় আটক তিন
মোহাম্মদ মহিউদ্দিন/ফরহাদ চৌধুরী ॥

কচুয়া থানা পুলিশ ডাকাতির মামলায় ৩ জনকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার আশ্রাফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে : আশ্রাফপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র জাকির হোসেন (২৫), সেফায়েত উল্লাহর পুত্র আরিফ (২৭) ও আব্দুল গফুরের পুত্র খোরশেদ আলম (৩২)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আশ্রাফপুর গ্রামের মাহমুদা চৌধুরীর বাড়িতে ও রাত আড়াইটার দিকে আমুজান গ্রামের ডাক্তার রুবেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ১০/১২ জন মুখোশধারী ডাকাত উভয় বাড়ির কলাপসিবল গেট ও ঘরের দরজা সাবল দিয়ে ভেঙ্গে গৃহে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় শনিবার কচুয়ায় থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৩ জনকে আটক করে পুলিশ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ও ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, উল্লেখিত ৩ ব্যক্তিকে সন্ধিগ্ধ আসামী হিসেবে আটক করা হয়েছে। তাদেরকে পরদিন রোববার কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশের পক্ষে রিমান্ড মঞ্জুরের জন্যে আবেদন জানানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়