প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের আয়োজনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতাকল ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলায় মাহবুবর রহমান শাহীনের বাসভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবীর, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুর বেপারী শানু, পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, জেলা যুবদলের সদস্য জুয়েল দেওয়ান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গণি জনি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলাল মিজি, মনির খন্দকার, সাবেক যুবদল নেতা রোকনউদ্দিন, জনু গাজী, আলমগীর, আবু আহমেদ, নজরুল ইসলাম সোহেলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গুয়াখোলা মদিনা মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুদ্দিন।