শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় সড়কে মরা গাছ ভেঙ্গে পড়ার আতঙ্ক!
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া থেকে শুরু করে কচুয়া উপজেলা পর্যন্ত রাস্তার দু’পাশে অসংখ্য সরকারি গাছ মরে গেছে। মরা গাছগুলো এভাবেই বছরের পর বছর দাঁড়িয়ে আছে। রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে মরা গাছগুলো অনেকটা উরমজা হয়ে গেছে। যেকোনো সময় গাছগুলো ভেঙ্গে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে। ওই সড়কে যারা নিয়মিত চলাচল করেন তাদেরই একজন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোস্তফা কামাল নামে তার ফেসবুক পেইজে সড়ক বিভাগকে দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দেন। সেখানে অনেকেই কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত সমাধান করার আশা ব্যক্ত করে কমেন্ট করেন।

মোস্তফা কামাল তার ফেসবুক পেইজে এভাবেই পোস্ট করেছিলেন, তা তুলে ধরা হলো ।

দৃষ্টি আর্কষণ : যথাযথ কর্তৃপক্ষ (চাঁদপুর)। বিষয় : সরকারি রাস্তার পাশে মৃত গাছ কর্তন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া থেকে শুরু করে কচুয়া উপজেলা পর্যন্ত রাস্তার দু’পাশে অসংখ্য সরকারি গাছ রয়েছে, যা বহুদিন হয়েছে মারা গেছে। তবে এখনও দাঁড়িয়ে আছে বিপজ্জনক অবস্থায়। যেকোনো সময় সাধারণ মানুষ কিংবা যানবাহনের উপর ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আল্লাহ না করুক যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে কোনো মানুষের প্রাণ চলে যায়, তাহলে আফসোস করা ছাড়া করার আর কিছুই থাকবে না। কেননা ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’।

তাই কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যে। ধন্যবাদ। নিবেদক-সাধারণ জনগণের একজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়