শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দীর্ঘ ১৭ মাস পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

দীর্ঘ ১৭ মাস পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
বিমল চৌধুরী ॥

ইতিহাসের সবচে’ বেশিদিন একটানা বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ১৭ মাস পর আজ শুরু হবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম। দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্যে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্যে গাইড লাইন প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রদত্ত গাইড লাইনের আলোকে চাঁদপুর জেলার প্রাথমিক পর্যায়ের ১১০০ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ৫৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ ১২ সেপ্টেম্বর রোববার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম মেনে তাদের পাঠদান কার্যক্রম শুরু হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটওয়ারী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সম্মতভাবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে শতভাগ প্রস্তুত রয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে স্বাস্থ্যসম্মতভাবে পাঠদান কার্যক্রম শুরু করতে পারে এ ব্যাপারগুলো আমরা তদারকি করেছি। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা রয়েছে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা কোনোক্রমেই অমান্য করা যাবে না। মন্ত্রণালয়ের সকল বিধি-বিধান মেনে চলতে হবে। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো অনিয়ম যাতে চোখে না পড়ে। সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আগামী প্রজন্মের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালের ১৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। শেষবারের মতো ক্লাস হয়েছিল একই বছরের ১৬ মার্চ। দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা খুলে দেয়ার জন্যে বিভিন্ন তথ্য উপাত্ত, যুক্তি দেখিয়ে বিভিন্ন মহল থেকে দাবি জানিয়ে আসছিল বিভিন্নজন। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় কোমলমতি ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে ছিলো অনড়। অবশেষে বর্তমানে করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে যাওয়ায় ১৯টি শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

সেই মতে আজ ১২ সেপ্টেম্বর রোববার খোলা হবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশ মোতাবেক প্রতিদিন দুই ঘণ্টা করে শিফ্টওয়ারী মোট ৬ ঘণ্টা ক্লাস করার সুযোগ পাবে শিক্ষার্থীরা (প্রতি ঘণ্টা ৪০ মিনিট করে)। ক্লাস পরিচালনা করতে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় সরকারি বিধিমোতাবেক ক্লাস পরিচালনার জন্যে একটি নির্ধারিত রুটিনও তৈরি করা হয়েছে। যাতে দেখা যায়, পঞ্চম শ্রেণী, এসএসসি ২০২১/২০২২ ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে ক্লাস রয়েছে সপ্তাহে ৬ দিন। আর অন্যান্য ক্লাসের ক্ষেত্রে প্রথম থেকে ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, নবম ও একাদশ শ্রেণী সপ্তাহে একদিন করে ক্লাস করার সুযোগ পাবে, যাতে কোনোভাবেই সামাজিক দূরত্ব বিঘ্নসহ স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয় বা শ্রেণী সংকট দেখা না দেয়। বিদ্যালয় খোলার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ছাত্র-ছাত্রীদের হাত ধোয়া, তাদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা, শ্রেণীকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ১৯টি দিক-নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর তা কার্যকরে কতটুকু ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে তা তদারকিতে মাঠে তদারকি করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ। তাঁরা জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে বিদ্যালয়গুলো কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে পাঠদানে প্রস্তুতি নিয়েছে, সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠাবেন। তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোনো বিদ্যালয়ে যদি অনিয়ম পরিলক্ষিত হয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় নিয়ম ভঙ্গকৃত বিদ্যালয়ের ক্ষেত্রে ব্যবস্থাগ্রহণ করতে পারেন বলে জানান চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সহকারী বিদ্যালয় পরিদর্শক লিটন কান্তি দাস।

ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাপ নিয়ন্ত্রক যন্ত্র বিদ্যালয় প্রবেশ মুখে বা সুবিধাজনক স্থানে স্থাপন করা হয়েছে। হাত ধৌত করার জন্যে পানি, সাবান, দূরত্ব বজায় রেখে বসার জন্য রাখা হয়েছে টেবিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা। একইভাবে জেলার ১১৫১টি প্রাথমিক বিদ্যালয়ও স্বাস্থ্য সুরক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করে আজ তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা যায়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্কুল কলেজ ও মাদ্রাসা খোলার ব্যাপারে ১৯টি দিক-নির্দেশনা প্রদান করলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাইমারী বিদ্যালয় খোলার ব্যাপারে ১৬টি দিক নির্দেশনা করা হয়। স্ব স্ব অধিদপ্তরের নির্দেশনা মেনেই আজ খুলবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়