প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের খান বাড়ির বাসিন্দা, মুক্তিযুদ্ধকালীন নৌ কমান্ডো আঃ আজিজ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর।
রাত ১০টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের সম্মুখে নামাজে জানাজা শেষে তাঁর লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এক শোক বার্তায় তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার পেশাগত জীবনের শুরুতে আঃ আজিজ খান আমার সহকারী ছিলেন। এ পেশা ছেড়ে দিয়ে তিনি চাঁদপুর কণ্ঠে সম্পদনা সহকারীর কাজও করেন। তিনি কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর কমান্ডারও ছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি সকল কাজ থেকে অবসর নেন। নৌ কমান্ডো হিসেবে মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব ও সাহসিকতা চাঁদপুরের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।