প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এলজিইডি চাঁদপুরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারগণের মতবিনিময় তথা ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল। এলজিইডি চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যে সকল ঠিকাদার এ জেলায় ভালো কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে যথাসময়ে গুণগতমান ঠিক রেখে কাজ করতে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালন করবেন মর্মে একমত পোষণ করেন।