শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাইমচরে জোয়ারের পানিতে সড়কের বেহাল দশা
শরীফুল ইসলাম ॥

হাইমচর উপজেলাধীন ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ থেকে সেচ প্রকল্পের বেড়িবাঁধ (সোনা মিয়া চৌকিদার/সোনা মেম্বার)-এর দোকান পর্যন্ত সড়কটিতে গত ৩ বছর আগে কার্পেটিংয়ের কাজ করা হয়। গত ২০২০ সালের বন্যায় সড়কটি ভেঙ্গে গিয়েছিলো। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার মাটি ভরাট করে রাস্তাটি মোটামুটি চলাচলের উপযোগী করেন। কিন্তু গত ৬ সেপ্টেম্বর সোমবার আকস্মিক নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের উপরে পানি গড়িয়ে পড়ে। এর ফলে সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়ে।

এ সড়ক দিয়ে প্রতিদিন চরাঞ্চল থেকে ৩/৪ শ’ মানুষ কাঁচামাল নিয়ে বিভিন্ন বাজারে যাতায়াত করেন। হাইমচর উপজেলার অর্থনৈতিক অঞ্চল হিসেবে চরাঞ্চল সর্বোচ্চ ভূমিকায় রয়েছে। তাছাড়া ২০১৮ সালের ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচর উপজেলার কমডেকা মাঠে উপজেলার চরাঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এই হাইমচর উপজেলার খেটে খাওয়া চরাঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে কথা বলেছেন, সেই সাধারণ জনগণ কাঁচামাল নিয়ে বিভিন্ন বাজারে যাতায়াতের জন্যে যে রাস্তা ব্যবহার করছে, সে রাস্তার এমন করুণ অবস্থায় সকলে হতাশ। রাস্তার পাশের পরিবারগুলোর যাতায়াত করতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। চরাঞ্চলের সাধারণ জনগণ ও সচেতন এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত মেরামত করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়