শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কক্ষ সংকট : নিরাপত্তার ঝুঁকি নিয়েই প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো
প্রবীর চক্রবর্তী ॥

১২ সেপ্টেম্বর সারাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ জন্যে গত এক সপ্তাহ ধরে চলছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এসব কাজ পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানগুলোর কিছু সমস্যার চিত্র ফুটে উঠেছে।

সরজমিনে গতকাল বৃহস্পতিবার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে দেখা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান কক্ষ সংকটের কারণে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় থাকা কক্ষগুলোর মধ্যে কিছুটা ব্যবহারযোগ্য রয়েছে সেগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পিয়ন এবং শিক্ষকরা নিজেরাই শ্রেণী কক্ষগুলো পরিষ্কার করছেন। আড়াইশ’ শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর কক্ষসহ মোট দুটি কক্ষ প্রস্তুত হয়েছে। পুরাতন ভবনটির সবগুলো কক্ষই জরাজীর্ণ। পলেস্তরা খসে পড়ছে। ভিমসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। শিক্ষকরা নিজেরাই এই ভবনে শ্রেণি শিক্ষা নিতে ইতস্তত বোধ করছেন। তারপরও কক্ষ সংকট থাকায় নিতান্ত বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় থাকা ভবনেই শ্রেণী শিক্ষা গ্রহণের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। ঝুঁকি থাকা সত্ত্বেও তারপরও ওই ভবনের কয়েকটি কক্ষের টেবিল-বেঞ্চ পরিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, আমাদের বিদ্যালয়ের মোট দুটি ভবন। বর্তমান ভবনের প্রাক-প্রাথমিকসহ মাত্র দুটি কক্ষ ব্যবহার উপযোগি। পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্যে আবেদন করেছি। কিন্তু দুই কক্ষে স্থান সংকুলান হবে না, তাই বাধ্য হয়েই পুরাতন ভবনের কয়েকটি কক্ষ ব্যবহার করার জন্যে পরিষ্কার করা হচ্ছে।

বালিথুবা পূর্ব ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা। তাদের নতুন ভবনের কাজ চলায় পরিত্যক্ত ঘোষণার জন্যে আবেদন করা ভবনের একটি কক্ষ শ্রেণী শিক্ষা কার্যক্রমের জন্যে ব্যবহার করার জন্যে প্রস্তুতি নেয়া হয়েছে। বর্তমান ভবনের একটি কক্ষ শিক্ষকরা এবং আরো দুটি কক্ষ রয়েছে শ্রেণী শিক্ষা নেয়ার জন্যে। কিন্তু কমপক্ষে তিনটি কক্ষ প্রয়োজন। তাই বাধ্য হয়ে পুরাতন প্রায় পরিত্যক্ত ভবনের একটি কক্ষকে পরিষ্কার করা হচ্ছে ব্যবহার উপযোগি করার জন্যে।

বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক দিলরুবা বেগম বলেন, আগামী ডিসেম্বরে নতুন ভবন আমরা বুঝে পাবো। ততদিন পর্যন্ত প্রায় ২শ’ শিক্ষার্থীর স্থান সংকুলানে জরাজীর্ণ ভবনে ক্লাস নিতে হবে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরউজ্জমান বলেন, আমাদের বেশ কয়েবটি বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। তাই কিছুটা শ্রেণী কক্ষ সংকট রয়েছে। নতুন ভবন হস্তান্তর হলে আশা করছি তা কেটে যাবে। এছাড়া যেসব স্থানে ভবন নেই, ওই সব প্রতিষ্ঠানের জন্যে আবেদন করা হয়েছে। কিছু অনুমোদন হয়ে রয়েছে, আবার কিছু হবে। আমরা শিক্ষকদের বলেছি, জরাজীর্ণ ভবনে যেনো ক্লাস না নেয়। তারপরও নিতান্ত বাধ্য হয়ে হয়ত তারা পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখছে যদি প্রয়োজন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়