শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে ১৮ মামলার আসামী আটক
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামী রাসেল মিয়াজী (৪৫) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রাসেল গালিম খাঁ গ্রামের হামিদ আলীর ছেলে।

বুধবার রাতে গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাতের নির্দেশে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল ও পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদের নেতৃত্বে উপ-পরিদর্শক আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাসেল মিয়াজী (৪৫) কে আটক করেন। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। বৃহস্পতিবার ৪টি গ্রেফতারি পরোয়ানায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে আটক করি। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়