প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
১২ সেপ্টেম্বর সারাদেশের সাথে ফরিদগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। শিক্ষার্থীদের কোভিড-১৯-এর সংক্রমণ থেকে সুরক্ষার জন্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে আপাতত ৫ম শ্রেণীর ৭ হাজার শিক্ষার্থীর জন্যে কাপড়ের তৈরি ৭ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।
গতকাল ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত হয়ে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের হাত থেকে এসব মাস্ক গ্রহণ করেন। বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল থেকে দূরে শিক্ষার্থীরা। সম্প্রতি করোনার প্রকোপ কমে আসায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শ্রেণীশিক্ষা। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সর্বদা শিশুদের নিরাপদ থাকার কথা ভাবে। সেই ভাবনা থেকেই প্রথম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৭ হাজার শিক্ষার্থীর জন্যে কাপড়ের তৈরি মাক্স প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পরিষদ। আমরা আমাদের সামর্থ্যরে মধ্য থেকে চেষ্টা করে যাচ্ছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে চিন্তা করে এগিয়ে আসে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সচেতনতা তৈরির মাধ্যমে আমরা করোনাকে জয় করতে পারবো। আর আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ থেকে শ্রেণীশিক্ষা গ্রহণ করুক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরউজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মোতালেব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান ও নুরুন্নবী নোমান।