প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ কলাদি গ্রামের আক্তার হোসেনের ছেলে আয়াপি ইসলাম আরার (৪) নামে এক শিশু বাথরুমের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ৯ সেপ্টেম্বর বেলা ১২টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
শিশুর পিতা আক্তার হোসেন জানান, ঘটনার দিন শিশু আরার সকলের অগোচরে বাথরুমে চলে যায়। বাথরুমে থাকা বালতিতে পানি নিয়ে খেলার সময় বালতির ভিতরে উপুড় হয়ে পড়ে যায়। শিশুটির মা সুমাইয়া তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে তাকে বাথরুমে বালতিতে ডুবে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে তাকে নিজ বাড়ি বাইশপুর গ্রামে দাফন করা হয়।