শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাবের বিশুদ্ধ পানি প্লান্ট ও উন্নতমানের শয্যাসামগ্রী প্রদান

সমাজের বিত্তবানরা মানবিক কাজে এগিয়ে আসুন : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

সমাজের বিত্তবানরা মানবিক কাজে এগিয়ে আসুন : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
মিজানুর রহমান ॥

আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ফ্রি বিশুদ্ধ পানি সরবরাহের প্লান্ট স্থাপন এবং রোগীদের জন্যে উন্নত মানের শয্যাসামগ্রী প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় বিশুদ্ধ পানির মেশিন, রোগীদের জন্যে ১০টি আধুনিক বেডশীট এবং ৫০টি বালিশ দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে বিশুদ্ধ পানি প্লান্টের উদ্বোধন এবং রোগীদের শয্যাসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি বলেন, জেলা সদর হাসপাতালের রোগীদের জন্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং বেডসামগ্রী বিতরণ করায় আমি লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা চাঁদপুরবাসীর কল্যাণে বিগত দিনে যেমন সাথে ছিলেন আগামী দিনগুলোতে এভাবে থাকবেন বলে আশা করি। তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম, সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনসহ কমিটির অন্য সদস্যরা।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর কোষাধ্যক্ষ লায়ন মোঃ ফয়সাল আহমদ, আইপিপি লায়ন জিকরুল আহসান, সহ-সভাপতি লায়ন কিশোর সিংহ রায়, ট্রেজারার লায়ন মোঃ সাখাওয়াত হোসেন, পরিচালক ইমাম হাসান রাসেল গাজী (তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান)সহ ক্লাবের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়