শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শামীম দেশকে ক্রিকেটের মাধ্যমে সেবা দিয়ে যাবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘চাঁদপুরের শামীম হোসেন পাটোয়ারী টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটের জন্যে ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ঠাঁই পেয়েছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি, সে ইলিশের নগরী হিসেবে খ্যাত চাঁদপুর তথা আমাদের ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির নাম উজ্জ্বল করবে’। কথাগুলো বললেন চাঁদপুরে আধুনিক ক্রিকেটের রূপকার সৈয়দ শামীম ফারুকী। তিনি বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়া শামীম পাটোয়ারীর প্রথম কোচ।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি প্রাঙ্গণে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আমি শামীম পাটোয়ারীর কাছে প্রত্যাশা করবো, সে যেনো তার যোগ্যতা অনুযায়ী খেলে। সে এখন বড় কোচের আন্ডারে রয়েছে। সে তার ভুল-ত্রুটিগুলো তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী খেলবে। সে তার জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করবে ক্রিকেটে।

তিনি আরো বলেন, কোচ হিসেবে আমার প্রত্যাশা ছিলো আমার একটা ছেলে যেনো জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে। শামীম পাটোয়ারী সে আশা পূরণ করেছে। আমাদের ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির শামীম পাটোয়ারী ও মাহমুদুল হাসান জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলে খেলেছে। শামীম পাটোয়ারী বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেয়েছে জেনে অত্যন্ত আনন্দিত। আমিসহ ক্লেমন ক্রিকেট একাডেমির খুদে খেলোয়াড় ও কর্মকর্তারা অনেক আনন্দিত। আমি তার সাফল্য কামনা করি। সে যেনো ক্রিকেটে অনেক দূর এগিয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়