শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গর্বিত বাবা-মা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় বসবাস করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঠাঁই পাওয়া শামীম পাটোয়ারীর বাবা-মাসহ তাদের পুরো পরিবার। শামীম পাটোয়ারী বিশ্বকাপ দলে স্থান পাওয়ায় তার বাড়িতে চলছে আনন্দের বন্যা। তার বাবা-মাসহ পুরো পরিবার আনন্দে উচ্ছ্বসিত। এ প্রতিবেদক তাদের বাড়িতে গিয়ে দেখতে পান এলাকাবাসী শামীমদের বাড়িতে এসেছেন আনন্দের খবর শুনতে পেরে।

শামীমের গর্বিত বাবা আবদুল হামিদ পাটোয়ারী অনেকটা আনন্দাশ্রু ঝরিয়ে বলেন, ‘আমার ছেলে জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছে এবং জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার সাথে খেলেছে। আমার ছেলে আমাকে জানিয়েছে, সে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্যে বাংলাদেশ দলেও সুযোগ পেয়েছে। আমরা তার খবর শুনে অনেক আনন্দিত ও খুশি। ও যেনো ভালো খেলে দেশবাসীর জন্যে ভালো কিছু করতে পারে সেজন্যে আল্লাহর কাছে দোয়া করছি। আমি ওর জন্যে দেশবাসীর নিকটও দোয়া কামনা করি’।

শামীম পাটোয়ারীর গর্ভধারিণী মা রিনা বেগম বলেন, আমার ছেলে আজ দুপুরে আমাকে ফোন দিয়েছে। সে বলেছে, সে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আমি এ খবর আমার আত্মীয়স্বজনসহ এলাকাবাসীকে জানিয়েছি। ও যেনো বাংলাদেশ দলের হয়ে ভালো খেলতে পারে সেজন্যে আমি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়