প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যে বাংলাদেশ দলে সুযোগ পাওয়ায় শামীম পাটোয়ারীকে অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এই সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহ-সভাপতি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির অন্য সদস্যগণ তাকে অভিনন্দন জানান।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বলেন, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের তরুণ মুখ শামীম পাটোয়ারী চাঁদপুরের সন্তান। তিনি বিশ্বকাপে খেলার বিরল সুযোগ পাওয়ায় শুধু জেলাবাসী নয়, আমরাও আনন্দিত। বিশ্বকাপ ক্রিকেটে চাঁদপুরের প্রতিনিধি হিসেবে শামীম পাটোয়ারী প্রথম ক্রিকেটার।
১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শামীম পাটোয়ারী ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নৈপুণ্য দেখাবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
শামীম পাটোয়ারী ক্রিকেটে যেনো তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং সেরা খেলাটা খেলতে পারে সেজন্যে তাঁরা চাঁদপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।