শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

দুর্গোৎসবসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জামায়াতের সার্বিক সহযোগিতা প্রয়োজন

-----পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

স্টাফ রিপোর্টার ॥
দুর্গোৎসবসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জামায়াতের সার্বিক সহযোগিতা প্রয়োজন

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, জেলার দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এতে পুলিশের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন বলে আশা রাখি। গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী চাঁদপুরে দুর্গোৎসব উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যে প্রশাসনকে সচেষ্ট থাকার জন্যে পুলিশ সুপারকে অনুরোধ করেন। এতে পুলিশের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবকগণ সহযোগিতা করবেন বলেও জানান। তিনি সবাইকে সব ধরনের গুজব থেকে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জামায়াতের জেলা সেক্রেটারী অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, শহর আমির অ্যাডঃ শাহাজান খান, সদর আমির নাছির উদ্দিন ও সেক্রেটারী মাওঃ আফসার মিয়াজী।

জেলা জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ে যদি এ ধরনের অপকর্ম বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। জামায়াতে ইসলামী ৫ আগস্টের পর দেশের ক্রান্তিকালে চাঁদাবাজি, অন্যায়, অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা অটল ছিলো। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কারাগার ও মন্দির পাহারাসহ দেশের কল্যাণে সর্বদা নিয়োজিত ছিলো। জেলা কমিউনিটি পুলিশকে একদলীয়করণ থেকে বের করে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান বক্তারা। জামায়াতে ইসলামী চাঁদাবাজি প্রশ্রয় দেয় না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজের কোনো স্থান নেই এবং অতীতেও ছিলো না। এ বিষয়ে নেতৃবৃন্দ পুলিশ সুপারকে অবহিত করেন।

পুলিশ সুপার আরো বলেন, কিশোর গ্যাংকে শাস্তির আওতায় আনা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। বিভিন্ন অপরাধের জন্যেও অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই অপরাধীদেরকে ছাড় দেয়া হবে না। জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। জেলা পুলিশ জামায়াতে ইসলামীর সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন বলে আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়