শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দৈনিক চাঁদপুর কণ্ঠে ‘ফরিদগঞ্জ পৌরসভার চেকবই ছিনিয়ে নিয়ে ইচ্ছেমতো টাকা হাতিয়ে নিতেন মেয়র কন্যা নাজমুন্নাহার অনি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি অসত্য, বিভ্রান্তিকর, মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি সংবাদের একাংশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। সংবাদের এক স্থানে উল্লেখ করা হয়েছে ‘প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার কথা বলে আজিজ ব্রাদার্সের কাছ থেকে নিয়েছে ২৭ লাখ টাকা।’ তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। প্রকৃত তথ্য এবং সত্য হলো, আমাকে কাজ দিবে বলে দেলোয়ার হোসেন ৯ লাখ, সহকারী প্রোকৌশলী মরহুম নজরুল ইসলাম ৯ লাখ এবং বর্তমান প্যানেল মেয়র কাউন্সিলর আবদুল মান্নান পরান ৯ লাখ টাকা নেন। এক পর্যায়ে সদ্য সাবেক মেয়র আবুল খায়ের পাটোয়ারী এবং তার মেয়ে নাজমুন নাহার অনির প্রচেষ্টায় নজরুল এবং দেলোয়ারের কাজ থেকে ১৮ লাখ টাকা এবং কাউন্সিলর আবদুল মান্নান পরানের কাছ থেকে দুই কিস্তিতে ৬ লাখ টাকা আদায় করি। আবদুল মান্নান পরানের কাছ থেকে এখনো ৩ লাখ টাকা পাই। তিনি দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। আমাকে কাজ পাইয়ে দেয়ার কোনো প্রতিশ্রুতি দেননি এবং কোনো টাকাও নেননি সাবেক মেয়র কন্যা নাজমুন নাহার অনি। --আজিজুর রহমান, মেসার্স আজিজ বাদার্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়