শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কচুয়ায় দোকানের মালামাল ভাংচুর ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় দোকানের মালামাল ভাংচুর ও হামলার অভিযোগ

কচুয়া পৌরসভার থানা রোডে দোকানের মালামাল ভাংচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মদিনা ক্রোকারিজের মালিক পলাশ গ্রামের সফিকুর রহমান রোববার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, করইশ গ্রামের আবু মিয়ার ছেলে সোহেল (২৩) প্রায়ই মদিনা ক্রোকারিজের সামনে তার অটোরিকশা রেখে দোকানের সামনে যানজট ও বিক্রির সমস্যা করে। রোববার রাত ৮টার সময় সোহেল দোকানের সামনে অটোরিকশা রাখলে সফিকুর রহমানের ছেলে মাহমুদুল হাসান অটোরিকশা সরিয়ে নিতে বললে তার সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোহেল দলবল নিয়ে দোকানে প্রবেশ করে মাহমুদুল হাসানকে মারধর করে। মাহমুদুল হাসানের ছোট ভাই হাসিবুল আলম বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করে এবং দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৩ লাখ ৩০ টাকা, ১টি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় এবং দোকানের মালামাল ভাংচুর করে।

কচুয়া থানার এসআই মোঃ মিজানুর রহমান সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ ব্যাপারে সফিকুর রহমান বাদী হয়ে সোহেল, তার ভাই রুবেলসহ ৫ জনকে এজহারনামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে বিবাদী করে রোববার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়