বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

হাইমচরে পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৮) ও মরিয়ম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে হাইমচরের নীলকমল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশানবালা মাছঘাট এলাকায় মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে। নিহত দু শিশু সম্পর্কে আপন ভাই-বোন। তারা ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাখাওয়াত জানান, রোববার দুপুরে শিশু দুটি খেলতে যায়। এ সময় বাড়ির পাশের নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের টিম এসে নদীতে তল্লাশি চালায়। তবে খোঁজ না পাওয়ায় জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করা হয় এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি যেহেতু নদীকেন্দ্রিক, সেহেতু নৌ পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, আমার ভাতিজা-ভাতিজি তারা দুজন মিলে বাড়ির পাশে খেলা করছিলো। কোনো এক সময় অসাবধানতাবশত নদীতে নেমে পড়ে যায় তারা। সেখানে পানির গভীরতা বেশি থাকায় দুজনেই পানিতে তলিয়ে যায়।পরে আশপাশের জেলেদের জালের সাহায্যে তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।সেখানে কর্মরত চিকিৎসক ভাই- বোনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়