প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জেলা প্রশাসককে চাঁদপুর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
গতকাল ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার ও বীজ কমিটির সভায় তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন (অতিরিক্ত উপ-পরিচালক, শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের সদস্যরা।