প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
আলোচনায় এ জেলার নানা স্তরের জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।