প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পথচারী কিশোর সাইমুন মারা গেছে
গত শুক্রবার (২০ অক্টোবর) রাতে দুই গ্রুপে হাজীগঞ্জ বাজারে সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত পথচারী কিশোর সাইমুন (১৩) মারা গেছে। শনিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই সম্পর্কীয় মামা গোলাম সরোয়ার ও সাইমুনের বাবা ইউনুস । তারা হাজীগঞ্জ পৌর এলকার খাটরাতে থাকতেন এবং মিঠানিয়া ব্রীজের পাশের একটি মাদ্রাসায় সে পড়ালেখা করতো। তাদের মূল বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের দিকদাইর গ্রামে।
মোঃ ইউনুস কান্না জড়িত কণ্ঠে জানান, ছেলে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে সে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি আসার জন্যে সাধনা ঔষধালয়ের সামনে দাঁড়িয়ে ছিলো। এ সময় সে মারামারির মধ্যে পড়ে গেলে অজ্ঞাতরা তাকে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায়। পরে কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ মুন হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় কুমিল্লায়। সেখানে তার অবনতি হলে শনিবার দুপুরে নিয়ে যাওয়া হয় ঢাকায়। ঢাকাতে রাতে সে ইন্তেকাল করে।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, আপনাদের মাধ্যমে মাত্র খবর পেয়েছি, খোঁজ-খবর নিচ্ছি।