শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নাট্যশিল্পী ও কলাকুশলীরা পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার

কখনো ভাববেন না আপনাদের পাশে কেউ নেই : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

কখনো ভাববেন না আপনাদের পাশে কেউ নেই : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার ॥

গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের ৫৫ জন নাট্য শিল্পী ও কলাকুশলীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, করোনাকালীন আপনারা একটু কষ্টেই আছেন। তবে এই সংকটকালীন সময়ে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি সেক্টরের কথা ভাবেন। কখনো ভাববেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের পাশে সবসময়ই আছি। কেউ যেন কষ্টে না থাকে তার জন্যে এটা ছোট একটি উপহার আপনাদের জন্যে। আপনারা নাট্যশিল্পীরা সুস্থ থাকলে আমাদেরকে সুস্থ বিনোদন দিতে পারবেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে ও কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, অনন্যা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও নাট্যকার হানিফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মৃনাল সরকার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর, মানিক দাস, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, স্বরলিপি নাট্য গোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, বাবুরহাট অরুপ নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য সাধন দত্ত, রূপসজ্জাকারী কেশব চন্দ্র শূরসহ বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যশিল্পী ও কলাকুশলীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়