শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জেলা ক্রীড়া অফিসের আয়োজন

বাবুরহাটে ৪ বিদ্যালয় নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক ॥
বাবুরহাটে ৪ বিদ্যালয় নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজে দাবা ও কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতায় অংশ নেয় চাঁদপুর জেলা শহরের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এবং ল্যাবে এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় । দাবা প্রতিযোগিতা (বালক)-এ পুরাণবাজার মধুসূদন হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণি মডেল উচ্চ বিদ্যালয়। বালিকা দলের খেলায় বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।

কাবাডি প্রতিযোগিতায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাঁতারু সানাউল্লাহ খান, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়