শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিচারপতি আহমেদ সোহেলকে পিপি ও স্পেশাল পিপিসহ আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

আদালত প্রতিবেদক ॥
বিচারপতি আহমেদ সোহেলকে পিপি ও স্পেশাল পিপিসহ আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ সুপ্রিম কোট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের পিপি ও স্পেশাল পিপিসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে বিচারপতি এসে পৌঁছলে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। সরকারি কৌশলীদের পক্ষে শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর রশিদ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে সমিতির সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী ও সাবেক জেনারেল অডিটর অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক,চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ বিচার বিভাগ ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।

বিচারপতি এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগের বিভিন্ন বিষয় ও জেলা জজ আদালতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

উল্লেখ্য, বিচারপতি আহমেদ সোহেল রোববার লক্ষ্মীপুর জজশীপ ও তার অধীনস্থ আদালত সমুহ পরিদর্শন শেষে চাঁদপুরে আসেন। বিকেলেই জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চাঁদপুর বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়