শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

নাগরিক হিসেবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা, খ্রিস্টান সকলের অধিকার সমান

অনলাইন ডেস্ক
চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চান্দ্রা ইউনিয়নের পক্ষ থেকে ৯নং ওয়ার্ডে ১০৬নং সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (নগর) মুসলিম, হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি, অত্র এলাকার কৃতী সন্তান শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। নাগরিক হিসেবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা, খ্রিস্টান সকলের অধিকার সমান। এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার এবং সুযোগ-সুবিধা ভোগ করবে। এখানে কেউ বৈষম্যের শিকার হবে না। তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামের পক্ষে এগিয়ে আসা উচিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা আপনাদের খোঁজখবর রাখছে এবং আমাদের সাধ্যানুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

ত্রাণ তৎপরতাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ সহ প্রচার সম্পাদক এইচএম নিজাম, মাহবুব ইমরান মাসুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি রাকিব হোসেন, ১২নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়