প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মহাসড়ক যখন দুর্দশার....
টানা বর্ষণ ও বন্যায় সড়কের দুপাশের মাটি সরে যাওয়ায় ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় মহাসড়কের মাঝে বড়ো বড়ো খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে। সেই গর্তের মধ্যে পানি জমে থাকার কারণে ওই সড়কে যাতায়াত করা গাড়িগুলোর চালকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেলে খানাখন্দযুক্ত সড়কের একটি গর্তের মধ্যে কাভার্ড ভ্যানের চাকা পড়ে গাড়িটি হেলে পড়ে। অধিকাংশ অংশ গর্তে ডুবে থাকা চাকা তুলতে না পারায় ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ওই সড়কে যাতায়াত করা যাত্রীদের ভোগান্তি বহুগুণে বেড়ে যায়।