শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মানুষকে ভালোবাসাই হলো রাজনীতি

-----সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
মানুষকে ভালোবাসাই হলো রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ বলেছেন, মানুষকে ভালোবাসাই হলো রাজনীতি। তাদের সুসময়ে দুঃসময়ে পাশে থাকতে হবে। বড়ো বড়ো কথা বলে মাঠ গরম করা কখনোই রাজনীতি হতে পারে না। বিএনপি থেকে এই শিক্ষা আমি পাইনি। আমি কখনোই পদ-পদবীর জন্যে ভাবি না। দল আমাকে যখন যেই দায়িত্ব দেয়, আমার আপ্রাণ চেষ্টা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা। এমপি হওয়ার আগে ও পরে সর্বদাই সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। তাই কোথায় কে কী বললো, এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, তারা তিনবারের প্রধানমন্ত্রী আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের ধৈর্যশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। গত ১৭ বছর আমাদের নেতা-কর্মীরা অনেক কষ্ট করেছে। আদালতের বারান্দা আর জেল গেট ছিল নেতা-কর্মীদের নিত্যদিনের সঙ্গী। এক মামলায় জামিন পেলে অন্য মামলায় জেলে যেতে হতো। স্বৈরাচারী পতিত আওয়ামী লীগের দুঃশাসনে আমরা পীড়িত, নির্যাতিত হলেও ধৈর্য হারাইনি, এখনো হারাবো না। সুবিধাবাদীরা সর্বদাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। আমি বিশ্বাস করি, বিএনপির প্রকৃত নেতা-কর্মীরা কখনোই এই সুবিধাভোগীদের দলে নেই। কে কোথায় কী করছে দলের সর্বোচ্চ মহল তা অবগত রয়েছে। ইতোমধ্যেই আপনারা তা দেখেছেন। দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাও ছাড় পাচ্ছে না। তাই কে কী বললো, সেদিকে না তাকিয়ে আমি যেমন শান্ত রয়েছি, আপনারা শান্ত থাকুন। অপেক্ষার ফল মিষ্ট হয়।

১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গতদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সেলিম রাঢ়ি, হারুন পাঠান, যুবদল নেতা ফজলুর রহমান, কামরুল ইসলাম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণকমল, শ্রমিক দল নেতা কাশেম আলী প্রমুখ।

এছাড়া পৌর বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবুল, মোখলেছুর রহমান ভুট্টো, মজিবুর রহমান, বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্য নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৫শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি। এর আগে তিনি সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে এসব অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়