শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নার্সদের নিয়ে কটূক্তির প্রতিবাদ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে করা কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম)-এর মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল এগারোটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও প্রেসক্লাবের সামনে নার্সিং সংস্কার পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নার্সদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন নার্সিং সংস্কার পরিষদ চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক লাইলী আক্তার, মাহবুব হাসান, খাদিজা বেগম, সদর হাসপাতালের সমন্বয়ক সবুজ হোসাইন ও মাসুদ রাব্বানী। এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

এই বিষয়ে বিক্ষুব্ধ নার্সরা বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে আমাদের এই মানববন্ধন কর্মসূচি।

বিশ্বের প্রত্যেকটি দেশে নার্সিং একটি সম্মানিত পেশা এবং এর সকল কার্যক্রম নার্স দ্বারাই পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশের এই নার্সিং পেশা একদল নন-নার্সিং প্রশাসন ক্যাডার দ্বারা জিম্মি হয়ে আছে। যারা প্রতিনিয়ত এই মহৎ সম্মানিত পেশাকে অসম্মান, অবমূল্যায়ন ও ছোট পেশা হিসেবে বিবেচনা করে আসছে। তাছাড়া এই নন-নার্সিং ক্যাডাররা নার্সদের পরিচালক ও মহাপরিচালকের পদ দখল করে নার্সদের নিয়ে বিভিন্ন প্রকার অর্থ বাণিজ্য খেলায় মেতে উঠেছেন।

আমরা এ ব্যাপারে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে এক দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়