প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইব্রাহিমপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া। গতকাল শুক্রবার বিকেলে ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার বাসস্ট্যান্ডে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি মোঃ জোবাইর খান, ঢাকা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মোঃ সোলায়মান শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল হক আল মামুন, মাওলানা মোস্তফা কামাল, সামছুদ্দিন মাতাব্বর, মাসুদুর রহমান রানা, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। পরে দোয়া ও মুনাজাত করেন মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।