বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ভোগী নয়, ত্যাগী হতে হবে

--------শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ভোগী নয়, ত্যাগী হতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদেরকে ভোগী নয় ত্যাগী হতে হবে। দেশের এই সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সুখ-দুঃখে খোঁজ-খবর নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যাতে কোনো স্বার্থান্বেষী মহল কোনো নিরীহ মানুষের উপর জুলুম করতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি নিরাপদ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে তৃণমূল থেকে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সকল দায়িত্বশীল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুমন আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে রুটিন ওয়ার্ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।

ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দায়িত্বশীল সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়