শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

রেজিস্ট্রেশনবিহীন সিমে সক্রিয় অপরাধচক্র
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ বাজারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোর মোবাইল রিচার্জ বা মোবাইলের পার্টস বিক্রি করা টেলিকম দোকানগুলোতে দেদারচে বিক্রি হচ্ছে অন্যের নামে রেজিস্ট্রেশনকৃত চোরাই সিম। গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংকসহ প্রায় সব অপারেটরের সিমই পাওয়া যায় এসব দোকানে। প্রতিটি অবৈধ সিমের মূল্য নেয়া হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। তবে ক্ষেত্র বিশেষ পছন্দের নম্বর পেতে হাজার টাকাতেও বিক্রি হচ্ছে এসব সিমকার্ড।

সরেজমিনে ফরিদগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায় এমন চিত্র। দোকানগুলোতে সঠিক নিয়ম মেনে গ্রাহকের কাছে সিম বিক্রির সাইনবোর্ড টানানো হলেও বৈধ সিম বিক্রির অন্তরালে বিক্রি হচ্ছে অন্যের নামে পূর্বে রেজিস্ট্র্রেশন করা পরিত্যক্ত সিম। অপরাধচক্রের সদস্যরা দোকানে গিয়ে ইশারা-ইঙ্গিত দিলেই চড়া দাম পরিশোধের শর্তে গোপনে বিক্রি হচ্ছে অবৈধ সিমকার্ড।

ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে এসব সিমের খোঁজ নিলে দেখা যায়, অবৈধ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এয়ারটেল সিম। সিমগুলোর অধিকাংশ পূর্বেই অন্যের নামে রেজিস্ট্রেশন হয়ে আছে। মূল্য পরিশোধ করলেই জাতীয় পরিচয়পত্র, ফিঙ্গার প্রিন্ট ছাড়াই গ্রাহকের হাতে তুলে দেয়া হচ্ছে সিমগুলো। বাজারের আরেকটি দোকানে ক্রেতা বেশে সিম কেনার ইঙ্গিত দিলে দোকানদার আগেই ইঙ্গিত দেন, কোনটি নেবো? অবৈধ নাকি বৈধ? দোকানী জানান, গ্রামীন অপারেটরের অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমের মূল্য একদাম ২শ’ টাকা। শুধু এয়ারটেল কিংবা গ্রামীন নয় অন্য প্রায় সব অপারেটরগুলো একই পদ্ধতিতে সিম বিক্রি করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও হাতের আঙুলের ছাপ ব্যতীত যদি সিম ক্রয় করা এবং সচল করা না যায়, তবে এসব সিম আসে কোথা থেকে? সে বিষয়ে জানতে চাইলে দ্রুত প্রসঙ্গ পাল্টান এই ব্যবসায়ী।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, পূর্বে সিম অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা ছিলো না। সেজন্যে বিভিন্ন অপারেটরের কর্মী ও দোকানদাররা কোম্পানির বেঁধে দেয়া সিম বিক্রির টার্গেট পূর্ণ করার জন্য বৈধ পন্থায় সিম কিনতে আসা ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ও এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্য দিয়েই একাধিক সিম রেজিস্ট্রেশন করে ফেলতো কিছু অবৈধ ব্যবসায়ী। কিন্তু পরে সরকারিভাবে একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশনের বিষয়ে ৩ ঘণ্টার বাধ্যবাধকতা দেয়া হয়। এই নিয়মের পর একটি এনআইডি কার্ড দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করার পরবর্তী ৩ ঘণ্টায় একই এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা যায় না। তবে ফরিদগঞ্জের বিভিন্ন দোকানে কোথা থেকে আসে এতো সিম? কোথায় পায় তারা এত এনআইডি কার্ড? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বিভিন্ন অপারেটরের কর্মরত মার্কেটিংয়ে কাজ করা বেশ কজনের সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হয়। সংবাদকর্মী পরিচয় পেয়ে মুখ খোলেননি কোনো মার্কেটিং সেলসম্যান।

ফরিদগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে সুহৃদবেশে কথা বলে এ বিষয়ে পাওয়া যায় চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা যায়, পূর্বের সিম রেজিস্ট্রেশনের নিয়ম পরিবর্তনের ফলে অসাধু ব্যবসায়ী ও প্রতারকদের প্রতারণার কৌশল পাল্টে যায়। বর্তমানে জাতীয় পরিচয়পত্র দিয়ে কেউ সিম ক্রয় করে দোকান থেকে চলে গেলে ওই ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে, ৩ ঘণ্টা পর একই এনআইডি কার্ড দিয়ে পর্যায়ক্রমে একাধিক সিম রেজিস্ট্রেশন করে দোকানে রেখে দেয়া হয়। এভাবে অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমগুলো পরে ছেড়ে দেয়া হয় বাজারে। অধিক মূল্য পরিশোধ করলে এনআইডি কার্ড বা ফিঙ্গার প্রিন্ট ছাড়া নতুন গ্রাহকের হাতে তুলে দেয়া হচ্ছে এসব অবৈধ সিম।

এসব সিম দিয়েই বিপদগামী তরুণরা বিকাশ অ্যাকাউন্ট খুলে পাতছে প্রতারণার ফাঁদ। কেউ করছে চাঁদাবাজিও। এসব অবৈধ সিম বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তরুণদের বড় একটি অংশ অপরাধপ্রবণ হয়ে পড়বে। তরুণদের এই প্রতারণার মাশুল দিতে হবে অজ্ঞাত যে সকল ব্যক্তির নামে সিম রেজিস্ট্রেশন হচ্ছে তাদেরকে।

এ বিষয়ে ফরিদগঞ্জ গ্রামীনফোন কাস্টমার কেয়ারের দায়িত্বরত ইনচার্জ বাজারে এ ধরনের সিম পাওয়া যায় তা স্বীকার করলেও দোকানগুলোতে কীভাবে আসে এসব সিম সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তিনি বলেন, আমরা নিয়ম মেনে সঠিক পদ্ধতি অনুসর করেই মাঠ পর্যায়ে কাজ করা ডিস্টিবিউটরদের সিম প্রদান করি। মাঠ পর্যায়ে কাজ করা কর্মীরা বায়োমেট্রিক পদ্ধতির নিয়ম মেনে রেজিস্ট্রেশন সস্পন্ন করে সিম এক্টিভ করেন এবং আমাদেরকে প্রাপ্ত তথ্য দেন। এর বেশি কিছু আমি বলতে পারবো না।

ফরিদগঞ্জ পৌরসভা মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেল জানান, আমাদের অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনকৃত যত দোকানদার আছে আমরা সবাইকে এ ধরনের সিম বিক্রির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ করেছি। এরপরও যদি কোনো দোকানদার নির্দেশনা অমান্য করে এমন সিম বিক্রি করে থাকে তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা হবে না এবং ওই দোকানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, এর আগে এরকম কোনো তথ্য আমরা পাইনি। আমি যেহেতু বিষয়টি অবগত হয়েছি অভিযোগের ভিত্তিতে অপরাধের প্রমাণ পেলে বাজারের ওইসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়