রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

কচুয়ায় আজ বিএনপির মহাসমাবেশ

প্রধান অতিথি এহসানুল হক মিলন

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় আজ বিএনপির মহাসমাবেশ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের কচুয়ায় আগমন ও বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আজ ৩১ আগস্ট শনিবার দুপুর ২টায় পৌর এলাকার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহাসমাবেশ ও ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের আগমনকে ঘিরে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকীর পরিচালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশকে সফল করতে উপজেলার প্রতিটি গ্রাম থেকে নেতা-কর্মী- সমর্থকগণকে ব্যাপকভাবে যোগদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে।

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, জেলা বিএনপির সদস্য শাহজালাল প্রধান, বিএনপি নেতা সারফিন হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী (সেলিম), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি হাবীবুন্নবী সুমন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হাসান সেলিম, আশ্রাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া প্রধান, পালাখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন প্রধানসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়