রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

কচুয়ায় বন্যায় ১০ গ্রাম প্লাবিত

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় বন্যায় ১০ গ্রাম প্লাবিত

কচুয়ায় বন্যার পানিতে কমপক্ষে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত রোববার থেকে পিপলকরা, বড় ভবানীপুর, ছোট ভবানীপুর, রসুলপুর, সানন্দকরা, চক্রা, ভিটা পাতা ও নেচ ছোঁয়া গ্রামে পানি বেড়ে অধিকাংশ বাড়ি ও বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। প্রতিদিন পানি বেড়েই চলছে। রাস্তাঘাট ডুবে বসতঘরে পানি ঢুকে পড়েছে। মালামাল চুরি হয়ে যাবার আশঙ্কায় ২/১জন ঘরে উঁচু মাচান তৈরি করে থাকলেও পরিবারের কিছু সদস্য আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। সেখানে খাবার ও পানির সঙ্কট রয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পিপলকরা আবদুল মজিদ স্কুল এন্ড কলেজ ও জগতপুর উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় ক্যাম্প খোলা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং খাবার সামগ্রী বিতরণ করেন।

আবদুল মজিদ স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র চালু হওয়ার পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল জানান, সরকারি সহায়তার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা পিপলকরা হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন প্রতিদিন এক বেলা রান্না করা খাবার আবদুল মজিদ স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে থাকা ৬০ জনকে পরিবেশন করে আসছে। ওই সংগঠনের সদস্য মোঃ রাশেদ পাটওয়ারী বিত্তবানদেরকে আর্থিক সহযোগিতার জন্য ০১৮৪৬-৪৬৫৪৬৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। তাছাড়া আল আরাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক মনির হোসেন তাঁর কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি নৌকা দিয়ে শুকনো খাবার ও কাপড় বিতরণ করছেন।

বন্যায় মাঠের পাকা আউশ ধান, আমন ধানের বীজতলা, শাকসবজি ও সব মাছের খামার পানিতে তলিয়ে গেছে। ফলে দিনে দিনে ওই এলাকার জনগণের দুর্ভোগ বাড়ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারি সাহায্যের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়