প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ
টানা ভারি বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার শিকার হওয়া ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গত ২২ আগস্ট থেকে ধারাবাহিকভাবে ১৪টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, গত ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে আমরা উপজেলার ঘড়িহানা, আইটপাড়া, গল্লাক বাজার, লাউতলী, খাজুরিয়া, বোয়ালিয়া, দক্ষিণ বিষুরবন্দ, কাউনিয়া, পশ্চিম রূপসা, ফিরোজপুর, উত্তর আলোনিয়া, চররামপুর, চররাঘবরায়, হাঁসা, হাওয়াকান্দিসহ বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে এবং বিভিন্ন এলাকার লোকজনের মাঝে ৮শ’ ৫০টি শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শুকনা খাবারের প্রতিটি প্যাকেটে ছিলো মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি ও ডাল। এছাড়া উপজেলার ২৬টি আশ্রয় কেন্দ্রে এবং ১০ কেজি করে ৪ হাজার ২শ’ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
ইউএনও মৌলি মন্ডলের নিদের্শনায় খাবার বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) এআর এম জাহিদ হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।