প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
ঘাসিপুর উত্তর চরের ঝিলের মাছ ভেসে গেছে ॥ চার কোটি টাকার ক্ষতি
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর উত্তর চরের ঝিলের মাছ ভেসে গেছে। এতে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, ঘাসিপুর উত্তর চরের ৫০ একর জায়গার ঝিল ইজারা নিয়ে মাছ চাষাবাদ করে আসছে ইজারাদাররা। গত ক’দিনের বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হলে ঝিলের তিন পাড় ডুবে যায়। এতে ঝিলে থাকা মাছ গুলো পানির সাথে ভেসে যায়। যার ফলে তাদের ৪ কোটি টাকার ক্ষতি সাধিত হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, ঝিলের তিন পাশ পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া পাড়গুলোতে জালের বেড়া দিয়েও মাছ ভেসে যাওয়া রক্ষা করা যায়নি। তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা ঝিলের এক পাশে মাছের খাদ্য ফেলছে, যাতে যে মাছগুলো রয়েছে সেগুলো না চলে যায়।
এ ব্যাপারে ঝিল ইজারাদার মোঃ আহম্মদ খান, হাজী মোঃ হারুনুর রশিদ খান, মোঃ জসিম খান, মোঃ তরিকুল্লাহ খান, ইউনুস খান, জাহাঙ্গীর খান ও নাজির খান বলেন, প্রতি বছর আমরা ঘাসিপুর উত্তর চরের মাছের ঝিল ইজারা নিয়ে মাছ চাষাবাদ করে আসছি। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা হয়ে পুরো ঝিল পানির নিচে ডুবে যাওয়ায় আমাদের ৪ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে আমাদের বড়ো ধরনের ক্ষতি হয়েছে। আমাদের এ ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে, আল্লাহ যদি আমাদের দিকে চান।