প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
মেনাপুরে জনসম্মুখে ডাকের মাধ্যমে বিদ্যালয়ের পুকুর ইজারা
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ১০০ শতাংশ পুকুরটি ৫ বছরের জন্যে জনসম্মুখে ডাকের মাধ্যমে দুই লাখ তেইশ হাজার টাকায় ইজারা দেওয়া হয়।
গত ২৭ আগস্ট বিকেলে বিদ্যালয় হলরুমে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেনের পরিচালনায়, শিক্ষক সুমন খানের পরিচালনায় ইজারা অনুষ্ঠিত হয়। জনসম্মুখে ইজারায় অংশ গ্রহণ করেন মোঃ লোকমান বেপারী, মোঃ মহাসিন বকাউল, মোঃ সায়েদ মোল্লা, মোঃ সামী প্রধানিয়া। এর মধ্যে সর্বাধিক দুই লাখ তেইশ হাজার টাকা ডাকদাতা পুকুরটি ইজারা পায়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলু, ইউপি সদস্য মোঃ আলমগীর আলম, ইমাম হোসেন সর্দার, সমাজসেবক হাবীবুর রহমান ঢালী, শহীদ উল্লাহ বাবলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।