প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২৬ আগস্ট সোমবার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় মতলব হাইস্কুলের অ্যাসেম্বলী হলের সম্মুখে প্রথম জানাজা শেষে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। প্রথম জানাজার পূর্বে মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি, মরহুমের জামাতা মোঃ এমদাদ হোসেন খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্যাহ সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, মরহুমের জামাতা মোঃ মনির হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দ্বিতীয় নামাজে জানাজা শোভনকর্দী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে সিঁড়ি থেকে পড়ে আহত হয়ে পড়লে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করতে নেয়া হয়। পরে কর্মরত চিকিৎিসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে সোনারগাঁও এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর মতলব থানার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।