প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের বন্যা-সচেতনতামূলক কার্যক্রম ও ত্রাণ তৎপরতা
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে রোববার (২৫ আগস্ট) বন্যার্ত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাইমচর থানাধীন বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার-এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে হাইমচর থানার বন্যা দুর্গত এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।
এ সময় তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে আছি এবং তাদের সহায়তার জন্যে সবসময় প্রস্তুত’।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে চাঁদপুর জেলা পুলিশ।