প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
জরুরি ত্রাণ সামগ্রী প্রয়োজন
বাগাদীর ঘাসিপুর গ্রামবাসী পানিবন্দী
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের তিন ওয়ার্ডের একটি অংশ হচ্ছে ঘাসিপুর। এ গ্রামটি সিআইপি বেড়িবাঁধের ভেতরে অবস্থিত। ফরিদগঞ্জ উপজেলাসহ সিআইপি বেড়িবাঁধের ভেতরটা বৃষ্টির পানিতে যখন জলাবদ্ধ হয়ে পানিতে ডুবে যায়, ঠিক সেই সময় ঘাসিপুর পুরো গ্রাম পানিতে ডুবে যায়। এ গ্রামের অধিকাংশ বাড়ির ভেতরে পানি ঢোকায় বসতঘর পানিতে ডুবে গেছে। গ্রামের গুটিকয়েক বাড়ি ছাড়া প্রত্যেকটি বাড়ি পানিতে ডুবে রয়েছে। গ্রামে প্রবেশ করার মূল রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির রাস্তা, প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বসত বাড়ি ও মসজিদের ভেতরেও পানি প্রবেশ করেছে। বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ জন।ছোট শিশু ও গবাদি পশু নিয়ে বেশি চিন্তিত মানুষজন।এমনকি সাপের ভয়ে ঘরে রাত কাটাতে হয় তাদের। কোনো ত্রাণ সামগ্রী নিয়ে কেউ এখনো আসছে না।পুরো গ্রাম এখন জলাবদ্ধতার কবলে।
সরজমিন গিয়ে দেখা যায়, বসতঘর, রাস্তা, মসজিদ, বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে আছে। এ ব্যাপারে গ্রামের বাসিন্দা বিল্লাল পাটোয়ারী বলেন, আমার বসতঘরের ভেতরে হাঁটু পরিমাণ পানি রয়েছে। দোকানে আমি রাত কাটাই। আমাদের পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। সকল রাস্তা পানিতে ডুবে গেছে। এমন কোনো বাড়ি নেই পানিতে ডুবে নি। কয়েকটি বাড়িতে পানি না উঠলেও বাড়িতে যাওয়ার রাস্তায় পানি উঠে গেছে। আমরা এখন পানিবন্দী হয়ে পড়েছি। এখনো কেউ ত্রাণ সামগ্রী নিয়ে আসে নি। কাজ করতে না পারায় অনেকে না খেয়ে আছে।