প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীন জনুর মাতৃবিয়োগ
মরহুম হাজী কালু হাওলাদারের স্ত্রী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব জয়নাল আবেদীন জনুর মা আলহাজ্ব মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বাদ আসর চাঁদপুর শহরের গুণরাজদী এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়েসহ অনেক নাতি, নাতনি এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রাত ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।