রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকল্পে চাঁদপুর চেম্বারের মতবিনিময় সভা

দেশের এই দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে সঠিকভাবে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের প্রতি চেম্বার নেতৃবৃন্দের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥
দেশের এই দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে সঠিকভাবে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের প্রতি চেম্বার নেতৃবৃন্দের আহ্বান

চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকল্পে চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট রোববার সকাল ১১টায় ব্যবসায়ীগণের সাথে এই মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক হাজী লিয়াকত পাটওয়ারী, গোপাল চন্দ্র সাহা, পরেশ চন্দ্র মালাকার, সাবেক পরিচালক হাজী আঃ রব মল্লিক সানু, ফয়সাল আহমেদ চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম তালুকদার, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, পাইকার ব্যবসায়ী লিটন রায়, সুবল পোদ্দার, পেঁয়াজ-আদা-রসুন ব্যবসায়ী মোস্তফা মাল, মুড়ি-চিড়া ব্যবসায়ী দিপু নন্দী প্রমুখ।

সভার শুরুতে দেশের বন্যা কবলিত মানুষের জন্য এবং অসুস্থ চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম সাহেবের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নোমান খান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পেঁয়াজ ব্যবসায়ী সমিতি, চাল ব্যবসায়ী সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, ডাল ব্যবসায়ী, তেল ব্যবসায়ী ও চিড়া-মুড়ি ব্যবসায়ীগণ।

গুরুত্বপূর্ণ বক্তব্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, চেম্বারের অনুদানে পুরাণবাজার ডিগ্রি কলেজ, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার মার্চেন্টস একাডেমিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। চেম্বারের অনুদানে জনকল্যাণমূলক অনেক কাজ করা হয়েছে।

কিছুদিন পূর্বেও চেম্বারের আর্থিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং করোনাকালীন সময় চেম্বারের সহযোগিতায় ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফা না করে জেলা প্রশাসনের ন্যায্য মূল্যে বিক্রয়ের সহায়তা করা এবং করোনাকালীন সময়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে চেম্বার থেকে মাস্ক বিতরণ করা হয়। পূর্বেও বিভিন্ন সামাজিক ও দুর্যোগপূর্ণ মুহূর্তে চেম্বার সবসময় বিশেষ ভূমিকা রেখে আসছে এবং বন্যার্তদের মাঝে চেম্বার অব কমার্স সহযোগিতার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

সুভাষ চন্দ্র রায় বিভিন্ন পণ্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোনো ব্যবসায়ী এই দুর্যোগ মুহূর্তে যাতে কোনো ধরনের অতি মুনাফায় ব্যবসা না করে এবং পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করে। একই সাথে কোনো সিন্ডিকেট না করে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি কঠোর হুঁশিয়ার করে দেন।

তিনি বলেন, যদি কেউ সিন্ডিকেট করে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম রাখে, তাদেরকে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে এই দুর্যোগ মুহূর্তে যার যার অবস্থান থেকে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানান এই প্রবীণ চেম্বার নেতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়