প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে পাঁচ বছর আগের হত্যাকাণ্ড
প্রতিবন্ধী নূরু হত্যার মূল আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের প্রতিবন্ধী নূরু হত্যায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। পাঁচ বছর আগের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল ২৫ আগস্ট রোববার বিকেলে এন্নাতলি গ্রামের দক্ষিণ-পূর্ব ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যানারে মহিউদ্দিন দুলাল ও গোলাম কিবরিয়াকে খুনি উল্লেখ করে তদন্তপূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধনে হত্যাকাণ্ডের শিকার নূরুর পরিবার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হত্যা মামলার আসামী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন হত্যাকাণ্ডের শিকার প্রতিবন্ধী নূরুর চাচা আবুল খায়ের পাটওয়ারী, হত্যা মামলার আসামি ইউসুফ পাটওয়ারী, এলাকাবাসীর পক্ষে সমাজসেবক ও শিক্ষানুরাগী হুমায়ুন কবির ও ইয়াছিন পাটওয়ারী, রাজনৈতিক প্রতিহিংসার শিকার নূরে আলম ফরাজী।
বক্তারা বলেন, শান্ত এন্নাতলি, বড়কুল ও রায়চোঁ গ্রামকে প্রতিবন্ধী নূরু হত্যা ও পরবর্তীতে জোড়া খুনের মাধ্যমে অশান্ত করে তোলা হয়। রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতা-কর্মী ও সমর্থকসহ নিরীহ মানুষকে আসামী করে কিংবা আসামী করার ভয় দেখিয়ে হয়রানি ও টাকার বাণিজ্য করা হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, মহিউদ্দিন দুলাল ও গোলাম কিবরিয়া এই এলাকার নিরীহ লোকজনকে আসামী করেছে এবং আসামী করার ভয় দেখিয়ে বাণিজ্য করেছে। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। আর যারা হয়রানির শিকার হয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে আব্দুল গফুর পাটওয়ারী, আলাউদ্দিন মিয়াজী, ওয়াসিম মুন্সী, মিজান পোদ্দার, সাইফুল ইসলাম, সুমন, মিজান পাটোয়ারী, এমরান ফরাজীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মে সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কূল-এন্নাতলী মাঠের একটি হালটে দৃষ্টি প্রতিবন্ধী নূরুল ইসলাম পাটওয়ারী নূরুর (২২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ চশমা ও মোবাইল উদ্ধার করা হয়। সে এন্নাতলী পাটওয়ারী বাড়ির আবুল বাসারের ছোট ছেলে।