প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ পরিদর্শন
স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময় : তানভীর হুদা
সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার ছেলে, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা বলেছেন, বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন, তখন সমাজের বিত্তবানদের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা মানবিক দায়িত্ব। টাকা-পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়। দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
২৪ আগস্ট (শনিবার) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ও বাংলাবাজারে মেঘনা- ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ পরিদর্শন ও গণসংযোগকালে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা আরও বলেন, বন্যার্তরা আমাদেরই ভাই-বোন। তারা আমাদেরই দেশের মানুষ। তাই আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা। আমাদের নেতা-কর্মীদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, বহু জীবনের বিনিময়ে ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে হবে। বিএনপির কোনো নেতা-কর্মীর আচরণে যাতে কোনো সাধারণ মানুষ কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবশেষে তিনি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকায় ধন্যবাদ জানান।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা এরফান কাজী, ইসলামাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার আল আমিন, যুবদল নেতা ইমরান, বিএনপি নেতা খোরশেদ আলম মীর, যুবদল নেতা শাহআলম মিয়াজী সহ সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।