রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

স্কাউট স্বেচ্ছাসেবীদের টাকা হাতিয়ে নিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার

শামীম হাসান।।

ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত ক্যাশিয়ার দুর্নীতিবাজ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে স্কাউট সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান জানান, গত রমজানের ঈদ ও কোরবানির ঈদে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন পয়েন্টে স্কাউট ও রোভার সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করার পর স্কাউট সদস্যদের যাতায়াত ও খাবার বাবদ ২২ জন স্কাউট সদস্যের জন্যে পৌরসভার বরাদ্দকৃত টাকা ক্যাশিয়ার তুললেও স্কাউট সদস্যদের দেয়া হয়েছে ১৫ জনের টাকা। বাকি ৭ জনের টাকা হাতিয়ে নিয়েছেন পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত রোজার ঈদ ও কোরবানি ঈদকে সামনে রেখে যানজট নিরসনে ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে কাজ করা স্কাউট সদস্যদের জন্যে যাতায়াত ও নাস্তা বাবদ ২২ জন স্বেচ্ছাসেবীর জন্যে ৪৪ হাজার টাকা অর্থ বরাদ্দ ও উত্তোলনের পর স্কাউট সদস্যদের কে দেয়া হয়েছে ৩০ হাজার টাকা। বাকি ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার দুর্নীতিবাজ এ ক্যাশিয়ার।

এ বিষয়ে সিনিয়র রোভারমেট রেদোয়ান খাঁন জানান, স্কাউট ও রোভার সদস্যরা রোজা রেখে কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে শত কষ্ট করে যানজট নিরসনে কাজ করেছেন। রোজার ঈদে স্কাউট সদস্যদের ইফতার ও কুরবানি ঈদের পূর্বে নাস্তার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন পৌরসভার এই ক্যাশিয়ার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়