প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্বেচ্ছাসেবক সাইদুলের মৃত্যুতে ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবীদের শোক পালন
ফরিদগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষের প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা তরুণ স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রনি ২৩ আগস্ট শুক্রবার স্ট্রোকজনিত কারণে মৃত্যুর পর সমগ্র উপজেলার স্বেচ্ছাসেবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চলমান পরিস্থিতিতে সমগ্র উপজেলার স্বেচ্ছাসেবীরা বন্যায় আটকেপড়া ফরিদগঞ্জের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ২৪ আগস্ট শনিবার স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরুতে সকল স্বেচ্ছাসেবী কালো ব্যাচ ধারণ করেন এবং এক মিনিট নীরবতা পালন শেষে মরহুম সাইদুল ইসলামের জন্যে দোয়া করেন।
সাইদুল স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবা সংস্থা’র চাঁদপুর জেলার সভাপতি ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সাইদুল মৃত্যুর ২ ঘন্টা পূর্বেও বন্যার্তদের জন্যে সকলের কাছে ত্রাণের সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। কর্মজীবনে তিনি ফরিদগঞ্জ এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারের সহকারী এক্স-রে টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।