রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গণকালেকশন শুরু

এ কাজে শরিক হওয়া প্রত্যেক মানুষের মানবিক ও ঈমানী দায়িত্ব

---শেখ মুহা. জয়নাল আবদিন

অনলাইন ডেস্ক
এ কাজে শরিক হওয়া প্রত্যেক মানুষের মানবিক ও ঈমানী দায়িত্ব

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গণকালেকশন শুরু করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিম প্রধান শেখ মুহা. জয়নাল আবেদিন এই গণকালেকশন কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, বিগত সময়ের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের দুর্দিনে দুঃসময়ে অসহায় মানুষের পাশে ছিল। আজও ইতিহাসের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও সিলেটসহ লাখো মানুষ ভিটাবাড়ি থেকে ছিন্ন হয়ে একটু আশ্রয়ের সন্ধান খুঁজছে। তাই তাদের আশ্রয়, দুমুঠো খাবার, পানীয়, পোশাকসহ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তাদের টেকসই পুনর্বাসনের চিন্তাও রয়েছে। আপনাদের সকলের দান-অনুদানের মাধ্যমে কাঙ্ক্ষিত সহযোগিতা পেলে পুনর্বাসন হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ । আপনারা সবাই সামান্য করে হলেও যদি এই মানবিক কাজে অংশগ্রহণ করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ৫০ লক্ষ মানুষের পুনর্বাসন মোটেও কষ্টসাধ্য নয়। তাই ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। নির্ভরযোগ্য কোনো মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন । ইসলামী আন্দোলন বাংলাদেশও আপনাদের দেয়া আমানত যথাযথ রক্ষা করে বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তাই মানবিক এই গুরুত্বপূর্ণ কাজ থেকে আমরা কেউ মাহরুম না হই। সামান্য পাঁচটি টাকা হলেও আমাদের ত্রাণ তহবিলে সাহায্য করুন, মানবিক কাজে শরিক হোন।

কালেকশনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএম ইয়াসিন রাশেদসানি, মাওলানা নুরুল আমিন, আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মাহবুব ইমরান মাসুম, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, আলহাজ্ব আব্দুল গফুর, মোহাম্মদ আবুল হাসানাত,মোঃ সেলিম হোসাইন, শাহিন খান, রাকিবুল ইসলাম, মনির হোসাইন, মোহাম্মদ আলী, মিজানুর রহমানসহ অন্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়